বাইকের চাকার দাম কত ২০২৫: আপনার কি বাইকে চাকাটি নষ্ট হয়ে গেছে নতুন একটি চাকা বা টায়ার ক্রয় করতে চাচ্ছেন? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই। প্রিয় বন্ধুরা আমাদের আজকের আর্টিকেলটিতে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে বাইকের চাকার দাম কত ২০২৫ সালে সেই সম্পর্কে একটি বিস্তারিত তথ্যবহুল আর্টিকেল। তাই আপনিও যদি একটি নতুন টায়ার ক্রয় করতে চান 2025 সালে এসে আপনার বাইকের জন্য তাহলে অবশ্যই এয়ার টিকেটটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।
বাইকের চাকার দাম কত ২০২৫
বাইকের চাকার দাম মূলত শুরু হয়েছে ২০০০ টাকা থেকে বর্তমানে বাংলাদেশের বাজারে। এবং প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত আলাদা আলাদা বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের বাইকের চাকা বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে। তবে আপনি যদি একটি ভালো কোয়ালিটির বাইকের টাকা ক্রয় করতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন আপনাকে ৩০০০ টাকা ব্যয় করতে হবে। এর চেয়েও ভালো কোয়ালিটি অর্থাৎ টিউবলেস টায়ার যদি চান সে ক্ষেত্রে ৬০০০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারে। আসুন আপনাদের সাথে আমরা আজকে বেশ কয়েকটি কোম্পানির আলাদা আলাদা টায়ারের মূল্য গুলো জানিয়ে দিব যাতে করে আপনি আপনার ইচ্ছামত বাজেট অনুযায়ী ক্রয় করে নিতে পারেন।
Read Also:
- বাইকের মবিলের দাম কত ২০২৫
- পালসার বাইক দাম কত ২০২৫
- বাইকের পিস্টনের দাম কত
- বাইকের ব্রেক অয়েল দাম কত ২০২৫
- বাইকের ফগ লাইটের দাম
গাজী টায়ারের দাম ২০২৫
বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ এবং সুনামধন্য গাজী টাইরস এর দাম শুরু হয়েছে প্রায় ৩০০০ টাকা থেকে। আপনি যদি আপনার বাইকের জন্য একটি গাজি টায়ার ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনি খুবই সহজেই আপনার এলাকার আশেপাশের যেকোনো বাইকের সার্ভিসিং সেন্টারে বা বাইকের পার্সের দোকানে পেয়ে যাবেন। যদি না পান সে ক্ষেত্রে গাজী অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে অর্ডার করে দিতে পারেন। অথবা যদি আপনি চান সে ক্ষেত্রে সহজে বাংলাদেশের যেকোন ই-কমার্স ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারেন।
গাজী মোটরসাইকেল টায়ার দাম
গাজী মোটরসাইকেল টায়ারের দাম ৩,০০০ টাকা থেকে ৬,৫০০ টাকা পর্যন্ত। বর্তমান মার্কেটে প্রত্যেকটি পণ্যের দাম যেভাবে বেড়ে গেছে ঠিক সেভাবেই 2021 সাল বা 23 সালের তুলনায় ২০২৪-২৫ সালে যেকোনো বাইকের টায়ারের দামের সঙ্গে তাল মিলি গাজী মোটরসাইকেল টায়ারের মূল্য বেড়ে গেছে। পূর্বে ঠিক একই টায়ার ২ হাজার টাকায় ক্রয় করা গেলেও বর্তমান সময়ে সেই একই টায়ার তিন হাজার টাকা বা চার হাজার টাকায় ক্রয় করতে হচ্ছে। তাই আপনার বাজেট বিবেচনায় যে কোন মডেলের গাজী মোটরসাইকেলের টায়ার ক্রয় করে নিতে পারেন বাজার থেকে।
টিউবলেস টায়ারের দাম ২০২৫
টিউবলেস টায়ারের মূল্য শুরু হয়েছে দুই হাজার টাকা থেকে এবং বর্তমান সময়ে বাজারে ৬৫০০ টাকা পর্যন্ত টিউবলেস টায়ার বিক্রি হচ্ছে। এবং টিউবলেস টায়ার এর মধ্যে সবচাইতে সেরা এম আর এফ কোম্পানি। যারা বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন মডেলের অসাধারণ অসাধারণ টায়ার বিক্রয় করছে বাইকের জন্য। এ সকল টায়ারগুলো আপনারা চাইলে ক্রয় করে নিতে পারেন খুবই সহজে অনলাইনের মাধ্যমে। অথবা আপনার আশে পাশে থাকা যেকোনো বাইকের পাশের দোকানে গেলেও পেয়ে যাবেন কম দামে টিউবলেস টায়ার।
MRF টায়ারের দাম বাংলাদেশ 2025
MRF টায়ারের দাম বাংলাদেশ এ বর্তমানে শুরু হয়েছে ২,১০০ টাকা থেকে এবং অনেক আলাদা আলাদা দামের বিভিন্ন মডেলের টায়ার পাওয়া যাচ্ছে। এই ব্র্যান্ডের টায়ারগুলো হয়ে থাকে অত্যন্ত অসাধারণ এবং টিউবলেস। যার ফলে আপনার বাইকের পারফরমেন্স এবং আপনার বাইকের গতি রাখে অত্যন্ত ভালো। তাই আপনি যদি একটি টেকসই টায়ার ক্রয় করতে চান আপনার বাইকের জন্য তাহলে অবশ্যই অবশ্যই এই কোম্পানির টার ট্রাই করতে পারেন।
আমাদের শেষ কথা
কেউ পাঠকগণ আপনাদের সঙ্গে আজকে আর্টিকেলের মাধ্যমে আমরা বাইকের চাকার দাম কত সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আমরা আপনাদের সঙ্গে আর্টিকেলটির মাধ্যমে সহজেই সেই বিষয়টি ভালোভাবে তুলে ধরতে পেরেছি। তাই নিশ্চয়ই আপনিও এই আর্টিকেলটির সহায়তায় খুব সহজেই একটি নতুন টায়ার ক্রয় করতে পারবেন আপনার বাইকের জন্য। তাই আপনি যদি এ ধরনের নিয়মিত তথ্যগুলো আপডেট পেতে চান এবং বাইকের সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে চান তাহলে অবশ্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন।