হোন্ডা লিভো মোটরসাইকেল দাম কত: বর্তমান সময়ে আমাদের সকলেরই অত্যন্ত সুপরিচিত একটি ব্যান্ড হচ্ছে হিরো হোন্ডা কোম্পানি। এই কোম্পানির অধিকাংশ বাইকের মাইলেজ এবং ইঞ্জিন অত্যন্ত ভালো হয়ে থাকে। ঠিক তেমনইভাবে হোন্ডা লিভো বাইকটি অনেকের কাছেই অনেক বেশি পছন্দ। যার প্রধান কারণ হচ্ছে বাইকটির ইঞ্জিনের performance। আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদের সঙ্গে হোন্ডা লিভো মোটরসাইকেল দাম কত ২০২৫ সালে সেই সম্পর্কে আলোচনা করা হবে। তাই যদি আপনার একটি হোন্ডা লিভো মোটরসাইকেল কেনার ইচ্ছা থাকে তাহলে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো।
Read Also:
- বাইকের মবিলের দাম কত ২০২৫
- পালসার বাইক দাম কত ২০২৫
- ইয়ামাহা বাইক দাম কত
- বাইকের চাকার দাম কত ২০২৫
- এপাচি বাইক দাম কত ২০২৫
- সুজুকি জিক্সার মনোটন বাংলাদেশ প্রাইস ২০২৫
- পালসার ডাবল ডিস্ক দাম কত ২০২৫
- সুজুকি জিক্সার ডাবল ডিস্ক দাম কত ২০২৫
হোন্ডা লিভো মোটরসাইকেল দাম কত ২০২৫
হোন্ডা লিভো মোটরসাইকেল দাম ১,৪০,০০০ টাকা বর্তমান মার্কেটে। বর্তমান সময়ে মার্কেটে ১ লক্ষ ৪০ হাজার টাকার ভেতরে যদি আপনার এমন একটি বাইক প্রয়োজন হয় যে বাইকটি আপনাকে অসাধারণ মাইলেজ দিবে এবং অসাধারণ ইঞ্জিন পারফরম্যান্স দিবে তাহলে অবশ্যই হোন্ডা লিভো বাইকটি আপনার জন্য সেরা হতে পারে। এই বাইকটিতে আপনি পেয়ে যাচ্ছেন এয়ার কুলেট একটি ইঞ্জিন যে ইঞ্জিনটির ১১০ সিসি পারফরম্যান্স দিতে পারে।
তাছাড়া এই ইঞ্জিনটি খুবই সহজেই আপনাকে ৬০ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দিয়ে দিবে। এছাড়াও বাইকটির ৮৫ কিলোমিটার পর্যন্ত টপ স্পিড তোলা যেতে পারে। তাছাড়া বাইকটিতে অনেক অসাধারণ অসাধারণ পারফরম্যান্স রয়েছে। আপনি বাংলাদেশের যে কোন প্রান্তে অবশ্যই হোন্ডা লিভো বাইকটি ১ লক্ষ ৪০ হাজার টাকার ভেতরে ক্রয় করতে পারবেন। তবে যে কোন বিশেষ দিন উপলক্ষে সর্বদাই হন্ডা কোম্পানি তাদের ডিসকাউন্ট বজায় রাখে। আপনি চাইলে বিশেষ কোন দিনে হোন্ডা লিভো মোটরসাইকেল ক্রয় করতে পারেন। এক্ষেত্রে আপনি ১০% বা 20 পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারেন।
হোন্ডা লিভো মোটরসাইকেল স্পেসিফিকেশন
মডেল | Honda Livo 110 Disc |
দাম | ১,৪০,০০০ টাকা |
ইঞ্জিন | Air cooled, 4 stroke, BS-IV |
সিসি | ১১০ সিসি |
টপ স্পিড | ৮৫ কিমি |
মাইলেজ | ৬০ কিলো/লি |
ওজন | ১১১ কেজি |
হোন্ডা লিভো মোটরসাইকেল ডিটেইলস
হোন্ডা লিভো মোটরসাইকেলটিতে আপনি পেয়ে যাচ্ছেন ১১০ সিসির একটি এয়ারকুলেট চার স্ট্রোকের ইঞ্জিন। যে ইঞ্জিনের পারফরম্যান্সটি মোটামুটি অসাধারণ। কারণ বাজেট বিবেচনায় এই ইঞ্জিনটি অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের বাইকগুলোতে দেওয়ার মতন সক্ষমতা থাকে না। তবে হোন্ডা কোম্পানি তাদের সক্ষমতা সর্বদাই বজায় রেখে যাচ্ছে বিভিন্ন নতুন নতুন মডেলের মাধ্যমে। এই বাইকটি মূলত দুইটি ভেরিয়েন্টের বাজারে বিক্রি হয় একটি জাপানিজ ভেরিয়েন্ট এবং অন্যটি আলাদা।
তো আপনি যদি জাপানিজ ভেরিয়েন্টের হোন্ডা লিভো বাইকটি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই অনেক বেশি পরিমাণ লাভবান হতে পারবেন। কারণ বাইকটি অত্যন্ত হালকা হয়ে থাকে এবং এটি মূলত লং ড্রাইভের জন্য অথবা অফিস কাজের জন্য সেরা। সাধারণত যারা কম তেল খরচ করে বাইক চালাতে চাই তাদের জন্য হোন্ডা লিভো বাইকটি আদর্শ ভূমিকা পালন করবে। কারণ বাইকটি প্রতি লিটার পেট্রোলে ৬০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। এছাড়াও যারা স্পিডিং লাভার রয়েছে তারা ৮৫ কিলোমিটার পর্যন্ত টপ স্পিড তুলতে পারবে। কিন্তু মনে রাখতে হবে হোন্ডা লিভো মোটরসাইকেলটি কোনভাবেই স্পোর্টস বাইকের কাতারে পড়ছে না।
হোন্ডা লিভো মোটরসাইকেল পার্ফমেন্স
পারফরম্যান্সের দিক দিয়ে হোন্ডা কোম্পানির সকল বাইকগুলোর মতোই হোন্ডা লিভো মোটরসাইকেল অত্যন্ত এগিয়ে রয়েছে। বাইকটিতে যেহেতু এয়ার কুলেট ইঞ্জিন ব্যবহৃত হয়েছে তাই ওভারে এসে আপনি লং ড্রাইভিং করতে পারবেন। এছাড়া এই হোন্ডা লিভো মোটরসাইকেল ব্যবহার করে খুব সহজেই আপনি দ্রুত গতিতে যাতায়াত করতে পারবেন। ইঞ্জিনের পারফরমেন্স সকল দিক দিয়েই অসাধারণ। তাছাড়াও হোন্ডা লিভোর টায়ার অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে এবং মজবুত হয়ে থাকে। জাপানিজ বাইক তাই প্রত্যেকটি জাপানিজ বাইক কতটা অসাধারণ হয়ে থাকে তা আপনারা খুব ভালো করে জানেন।
হোন্ডা লিভো মোটরসাইকেল সুবিধা
হোন্ডা লিভো মোটরসাইকেলটির সুবিধার কথা বলে শেষ করা সম্ভব হবে না। প্রথমেই বলতে হয় তেল সাত চোরাই এর কথা। বাইকটিতে যেহেতু অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন ব্যবহৃত হয়েছে যার ফলে বাইকটি অনায়াসে ৬০ কিলো প্রতি লিটারে মাইলেজ দিতে সক্ষমতা রাখে। আপনি যদি তেল কম খরচ হবে এমন একটি বাইক ক্রয় করতে চান সেক্ষেত্রে অবশ্যই হোন্ডা লিভো আপনার জন্য হতে পারে পারফেক্ট। তাছাড়া বাইকটিতে রয়েছে অসাধারণ ব্রেকিং সিস্টেম। তাই সহজেই ভয়ানক দুর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্য আপনি এখানে বিভিন্ন ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়াও বাইকটির ওজন মাত্র ১১১ কেজি। তাই যদি কখনো ভুলবশত বা একটি পড়ে যায় সেক্ষেত্রে সহজেই উঠানো সম্ভব।
আমাদের শেষ কথা
আশা করছি আমাদের আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনি সহজেই হোন্ডা লিভো মোটরসাইকেল দাম কত ২০২৫ সালে এসে সে সম্পর্কে জেনে নিতে পেরেছেন। আপনি যদি এই ধরনের বিভিন্ন বাইক সম্বন্ধে প্রতিনিয়ত আপডেট থাকতে থাকেন চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এবং আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করে রাখতে পারেন। এছাড়া অবশ্যই আর্টিকেলটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারা ও খুব সহজেই হোন্ডা লিভো মোটরসাইকেলের দাম সম্পর্কে জানতে পারে।