WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাইকের ব্রেক অয়েল দাম কত ২০২৫ | Bike Brake Oil Price In Bangladesh 2025

বাইকের ব্রেক অয়েল দাম কত: যারা আপনারা বাইক ব্যবহার করেন তারা সকলেই জানেন নিয়মিত বাইকের ব্রেকে অয়েল দিতে হয়। আর এই অয়েল আমাদেরকে নিয়মিত ক্রয় করতে হয়। তবে প্রতিনিয়তই বাইক এর ব্রেক অয়েল দাম বৃদ্ধি বা কম হতে পারে। তাই সঠিক দামটি জেনে রাখা অত্যাবশ্যকীয় হতে পারে যদি আপনি একজন প্রফেশনাল বাইকার হয়ে থাকেন। তাহলে চলুন আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে বাইকের ব্রেক অয়েল দাম কত ২০২৫ সালে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

Read Also:

বাইকের ব্রেক অয়েল দাম কত ২০২৫

বাইকের ব্রেক অয়েল দাম শুরু হয়েছে ৭০ টাকা থেকে। মূলত বাইকের ব্রেক বয়েলের দাম নির্ধারিত হয়ে থাকে সেই ব্রেক ওয়েলের বোতলটির মধ্যে কত মিলিগ্রাম অয়েল রয়েছে সেটির উপর ভিত্তি করে। সাধারণত সর্বনিম্ন ১০০ মিলিলিটার বাইকের ব্রেক অয়েল বাজারে কিনতে পাওয়া যায়। যার মূল্য সর্বনিম্ন ৭০ টাকা থেকে ১০০ টাকার ভিতরে।

এভাবে করে ক্রমান্বয়ে আপনি চাইলে ২০০ মিলি লিটার, কিংবা এর চেয়ে বেশি ওজনের বাইকের ব্রেক অয়েল কিনতে পারেন। আপনি যেই সমপরিমাণ বাইকের ব্রেক অয়েল ক্রয় করবেন সেটির মূল্য নির্ধারিত হবে সেটির ওজনের উপর ভিত্তি করে। আর বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট গুলোতেও আপনি ১০০ টাকা থেকেই বাইকের ব্রেক ওয়েলের দাম দেখতে পাবেন। এছাড়া যদি আপনি সরাসরি কোন দোকানে গিয়ে বাইকের ব্রেক অয়েল কিনেন সে ক্ষেত্রেও আপনি ১০০ টাকা বা ৭০ টাকা দিয়েই খুব সহজেই কিনতে পারেন। তবে যেহেতু নিয়মিত ব্যবহার করতে হবে তাই আপনি চাইলে একটু বেশি করে অর্থাৎ ৩০০ মিলি অথবা 500 মিলি কিনে নিতে পারেন।

বাইকের ব্রেক অয়েল দাম তালিকা

বাইকের ব্রেক অয়েল মডেলদাম কত
Wagner Lockheed BRAKE FLUID HEAVY DUTY৩০০ টাকা
AutorunBRAKE FLUID DOT3 100ML৭০ টাকা
TCL Brake Fluid Dot-3, 355ML৪৪০ টাকা
Flamingo Brake Fluid-250ml৪৫০ টাকা
BRAKE FLUID DOT4 (250ml)৪৫০ টাকা
Brake Fluid Dot 4 500ml৭৩৫ টাকা
Patromin Brake Fluid DOT-4, 250ml৪৫০ টাকা

বাইকের ব্রেক অয়েল কেন ব্যবহার করা হয়

১. ব্রেকিং সিস্টেমে চাপ সৃষ্টি করা: ব্রেক অয়েল ব্রেক প্যাডেল বা লিভারের মাধ্যমে সৃষ্ট চাপকে ট্রান্সমিট করে, যা ব্রেক ক্যালিপার বা ড্রাম ব্রেকে কাজ করে। এর ফলে বাইকের চাকাগুলি ধীরে বা সম্পূর্ণরূপে থামানো যায়।

২. সঠিক তাপমাত্রা সহনশীলতা বজায় রাখা: ব্রেকিং প্রক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়। ব্রেক অয়েল উচ্চ তাপমাত্রায়ও তার কার্যকারিতা বজায় রাখে এবং ব্রেক ফেইল হওয়ার ঝুঁকি কমায়।

৩. ব্রেক সিস্টেমের সুরক্ষা নিশ্চিত করা: ব্রেক অয়েল ব্রেকিং সিস্টেমের অভ্যন্তরীণ অংশগুলোকে ক্ষয় এবং মরিচা থেকে রক্ষা করে। এটি সিস্টেমের জীবনকাল বাড়াতে সহায়ক।

আমাদের শেষ কথা

যাদের মূলত বাইকের ব্রেকের সমস্যা রয়েছে আশা করছি তারা এই আর্টিকেলটি পড়ার পরে অবশ্যই খুব সহজেই তারা তাদের বাইকের ব্রেকের সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবে ব্রেকিং অয়েল ব্যবহার করার মাধ্যমে। আর নিয়মিত ব্রেকিং অয়েল অবশ্যই ব্যবহার করবেন আর যদি আপনার নিয়মিত দাম জানারা প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের এই আর্টিকেলটি ভিজিট করবেন। যাতে করে আপনি নিয়মিত বাইকের ব্রেক অয়েলে দাম জেনে যেতে পারেন।

Leave a Comment