মোটরসাইকেল লাইসেন্স ফি কত: মোটরসাইকেল বর্তমান সময়ে এমন একটি যানবাহন যেটি রাস্তাঘাটে সবচেয়ে বেশি দেখা যায়। তাছাড়া মোটরসাইকেল চালাতে হলে একজন ড্রাইভার এর মোটরসাইকেল লাইসেন্স করতে হয়। আর আপনার যদি মোটরসাইকেল লাইসেন্স না থাকে সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন সময় সার্জেন্টের হাতে বড় ধরনের মামলা খেতে পারেন। বিশেষত যখন আপনি শহরের এলাকাতে গাড়ি চালাবেন অথবা সিটি রোডে গাড়ি চালাবেন তখন আপনার মামলা খাওয়া সম্ভাবনা থাকে 99%। সর্বদা গাড়ির ট্যাক্স টোকেন এবং মোটরসাইকেল লাইসেন্স ভাবে জমা দিয়ে সব ঠিকঠাক ভাবে করে রাখা উচিত। চলুন আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে মোটরসাইকেল লাইসেন্স ফি কত ২০২৫ সালে সেই সম্পর্কে আলোচনা করা যাক।
Read Also:
- বাইকের মবিলের দাম কত ২০২৫
- বাইকের ফগ লাইটের দাম ২০২৫
- বাইকের ব্রেক শক্তিশালী করার উপায়?
- বাইকের সবচেয়ে নিরাপদ ব্রেক কোনটি?
- নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
- মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স ফি
- বাইকের সামনের ব্রেক কখন ব্যবহার করতে হয়?
- বাইকের ব্রেক ধরার নিয়ম
- মোটরসাইকেল এর সিসি কি
- মোটরসাইকেলের তেল খরচ কমানোর উপায়
- বাইকের জন্য কোন তেল ভালো
- বাইকের তেল বাঁচানোর সহজ উপায়
- মোটরসাইকেল সার্ভিসিং খরচ
মোটরসাইকেল লাইসেন্স ফি কত ২০২৫
মোটরসাইকেল লাইসেন্স ফি শুরু হয়েছে বাংলাদেশে বর্তমান সময়ের নয় হাজার টাকা থেকে। এবং সর্বোচ্চ লাইসেন্স ফি বর্তমানে বাংলাদেশী ২০ হাজার ৯৬৬ টাকা। এটি নির্ভর করছে আপনি কত সময়ের জন্য ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন করছেন এটি। যেমন ধরুন দুই বছরের জন্য যদি আপনি কোন মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ৯০০০ টাকার কিছু টাকা উপরে দিতে হবে। আবার ১০ বছরের জন্য যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান তাহলে ১0,০০০ টাকা মিনিমাম আপনাকে পেমেন্ট করতে হবে। তবে আরেকটি বিষয় সেটি হচ্ছে এটি নির্ভর করছে আপনার গাড়ি কত সিসির এবং আপনার গাড়ির ওজন কত তার উপর। নিচে আমরা তালিকা বদ্ধ করে রেখেছি সেখান থেকে দেখে নিবেন কোন মোটরসাইকেলটি কত ওজন হলে কত টাকা পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশনের জন্য।
মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি (সিসি অনুযায়ী)
৮০ থেকে ৯৯ সিসি বাইক:
অনেকেই ১০০ সিসি বা তার নিচের কম সিসি বাইক ব্যবহার করেন। তবে বাইকের সিসি যতই কম হোক না কেন, রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক।
- দুই বছরের রেজিস্ট্রেশন ফি: ৯,২৯১ টাকা (৯৯ সিসি ও ৯০ কেজির নিচে বাইক)।
- দশ বছরের রেজিস্ট্রেশন ফি: ১৩,৮৯১ টাকা।
৯০ কেজির বেশি ও ১০০ সিসি বাইক:
যেসব বাইকের ওজন ৯০ কেজির বেশি বা সিসি ১০০ পর্যন্ত, তাদের জন্য রেজিস্ট্রেশন খরচ একটু বেশি।
- দুই বছরের রেজিস্ট্রেশন ফি (ট্যাক্স টোকেনসহ): ১০,৪৪১ টাকা।
- দশ বছরের জন্য: ১৯,৪৪১ টাকা।
১০১ থেকে ১৫৯ সিসি বাইক:
এই ক্যাটাগরির বাইক সাধারণত তরুণদের পছন্দের।
- দুই বছরের রেজিস্ট্রেশন ফি (ট্যাক্স টোকেনসহ): ১১,৭৬৪ টাকা।
- দশ বছরের জন্য: ২০,৭৬৪ টাকা।
কিছু নির্দিষ্ট উদাহরণ:
- ১১০ সিসি বাইকের জন্য দুই বছরের রেজিস্ট্রেশন ফি হবে প্রায় ১১,৭৬৪ টাকা।
- দশ বছরের জন্য কাগজ করতে চাইলে: খরচ হবে প্রায় ২০,৯৬৪ টাকা।
- ১২৫ সিসি বাইকের জন্যও একই ফি প্রযোজ্য – দুই বছরের জন্য ১১,৭৬৪ টাকা, দশ বছরের জন্য ২০,৯৬৪ টাকা।
বাজাজ, ইয়ামাহা, সুজুকি বা অন্যান্য কোম্পানির মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি জানতে চাইলে বিআরটিএ (BRTA) এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
আমাদের শেষ কথা
আশা করি আজকের এই আর্টিকেলটি সহায়তায় আপনি মোটরসাইকেল লাইসেন্স ফি কত ২০২৫ সালের সে সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পেরেছেন। যদি আপনার মোটরসাইকেলটির ওজন হয়ে থাকে ১০০ কেজি বা যে ধরনের কেজি হোক না কেন সঠিকভাবে সঠিক মূল্য আমরা উপরে দিয়ে রেখেছি। তাই আপনার পরিচিত নতুন বাইকের বন্ধুদের সঙ্গে আর্টিকেলটি শেয়ার করে তাদের কেউ মোটরসাইকেল লাইসেন্স সম্পর্কে অবহিত করে দিন যাতে করে নতুন ভাবে তারা রেজিস্ট্রেশন করতে পারে।