হোন্ডা এসপি ১৬০ সিসি দাম কত: বর্তমান সময়ে দেশের বাজারে বড় বড় গাড়ি তো সবাই কিনতেছে তবে কমফোর্টেবল গাড়ি কয়জন ক্রয় করছে? আপনিও যদি একটি কম্ফোর্টিবল গাড়ি কেনার কথা চিন্তা করে থাকেন এবং অফিসের কাজ কর্মের জন্য দূরে কোথাও যাওয়া লাগতে পারে এ ধরনের গাড়ি কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের আর্টিকেলটি আপনার জন্য হতে পারে অন্যতম। কারণ আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের সামনে আমরা আলোচনা করতে চলেছি হোন্ডা এসপি ১৬০ সিসি দাম কত এ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে। তাহলে চলুন সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার পরে জেনে নিবেন বাইকটির মূল্য কত এবং এই সম্পর্কিত বিস্তারিত তথ্য।
হোন্ডা এসপি ১৬০ সিসি দাম কত
হোন্ডা এসপি ১৬০ সিসি দাম বর্তমানে সময় বাংলাদেশের বাজারে ২,২৫,০০০ টাকা। এই বাজেটের মধ্যে যদি আপনার একটি ভালো মানের বাইক কেনার ইচ্ছা থাকে যে এই বাইকটি মোটামুটি ভালো মাইলেজ দিবে এবং বাইকটির গতিসীমা খুব ভালো হবে তাছাড়াও বাইকটির ইঞ্জিন ভালো হবে সেক্ষেত্রে বাইকটি হতে পারে আপনার জন্য অন্যতম। বিশেষত যারা লং রাইট করতে চান এছাড়াও আসে ঘোরাঘুরি করতে পছন্দ করেন কিংবা অফিসার কাজের জন্য কোন একটি ব্যয় ক্রয় করতে চান তাহলে এই বাইকটি হতে পারে আপনাদের জন্য অন্যতম। এর বিশেষ কারণটি হচ্ছে ৪৫ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দিতে পারে বাইকটি খুব সহজেই। ভার্সিটি রাইটিং এর জন্য একদম কমফোর্টেবল একটি বাইক।
Read Also:
- পালসার বাইক দাম কত ২০২৫
- হোন্ডা এক্স ব্লেড এর দাম কত ২০২৫
- হিরো হোন্ডা ১০০ সিসি দাম কত ২০২৫
- হোন্ডা হরনেট ২.০ প্রাইস ইন বাংলাদেশ ২০২৫
- রানার টার্বো ১২৫ সিসি দাম কত
- কেটিএম আরসি 390 দাম কত
- হিরো এক্সট্রিম ১২৫ আর দাম কত ২০২৫
- ইয়ামাহা এফ জেড এস ২৫ দাম কত
- ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন 4 এর দাম কত
- ইয়ামাহা এক্সএসআর ১৫৫ দাম কত
- ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম দাম কত
- হোন্ডা এসপি ১২৫ দাম কত
হোন্ডা এসপি ১৬০ সিসি স্পেসিফিকেশন
মডেল | Honda SP160 |
দাম | ২,২৫,০০০ টাকা |
ইঞ্জিন | 4 Stroke, BS-VI |
সিসি | ১৬০ সিসি |
টপ স্পিড | ১২০ কিমি |
মাইলেজ | ৪৫ কিলো/লি |
ওজন | ১৪১ কেজি |
হোন্ডা এসপি ১৬০ সিসি ডিটেইলস
হোন্ডা তাদের স্পোর্টি কমিউটার সিরিজে নতুন সংযোজন করেছে – Honda SP160। আধুনিক ডিজাইন, সাশ্রয়ী ফুয়েল খরচ এবং আরামদায়ক রাইডের জন্য এই বাইকটি তরুণদের কাছে বেশ পছন্দের হয়ে উঠছে। চলুন দেখে নেওয়া যাক Honda SP160-এর সব স্পেসিফিকেশন ও গুরুত্বপূর্ণ তথ্য।
ইঞ্জিন ও পারফরম্যান্স
Honda SP160-এ রয়েছে ১৬০ সিসি 4 Stroke BS-VI ইঞ্জিন। এটি শক্তিশালী ও স্মুথ পারফরম্যান্স দেয়। প্রতিদিনের চলাফেরায় অথবা একটু লং রাইডেও বাইকটি দারুণ পারফর্ম করে।
১২০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলনায় অনেক ভালো। সিটি রাইডিং বা হাইওয়ে – দুই জায়গাতেই ভালো সাপোর্ট দেয় এই ইঞ্জিন।
মাইলেজ ও সাশ্রয়
Honda SP160 প্রতি লিটারে ৪৫ কিমি মাইলেজ দিতে সক্ষম। যাদের বাজেট ও ফুয়েল খরচের দিকে নজর থাকে, তাদের জন্য এটি দারুণ একটি পছন্দ হতে পারে।
ডিজাইন ও লুক
এই বাইকটির ডিজাইন বেশ অ্যাগ্রেসিভ ও স্পোর্টি। সামনে ও পেছনে LED লাইট, শার্প কাটিং ট্যাংক ডিজাইন, এবং মডার্ন গ্রাফিক্স রয়েছে।
দেখতেই বোঝা যায় – এটি একটি নতুন প্রজন্মের বাইক।
ফিচার ও প্রযুক্তি
Honda SP160-এ রয়েছে কিছু অত্যাধুনিক ফিচার:
- ডিজিটাল মিটার কনসোল
- LED হেডল্যাম্প
- টিউবলেস টায়ার
- ফুয়েল ইনজেকশন প্রযুক্তি
- উন্নত সাসপেনশন
এইসব ফিচার বাইকটি চালাতে আরও সুবিধাজনক করে তোলে।
ওজন ও হ্যান্ডলিং
বাইকটির ওজন ১৪১ কেজি। এই ওজন স্পোর্টস ও কমিউটার রাইডের জন্য একদম সঠিক। হাই স্পিডেও কন্ট্রোল ভালো পাওয়া যায়। টার্নিং বা ব্রেকিং সময়েও বাইকটি স্থিতিশীল থাকে।
Honda SP160 বাইকটি তাদের জন্য যারা দেখতে আকর্ষণীয়, রাইডে আরামদায়ক এবং ফুয়েল সাশ্রয়ী একটি বাইক খুঁজছেন। দাম ও ফিচারের তুলনায় এটি বর্তমানে বাজারে একটি ভালো চয়েস। আপনি যদি দৈনন্দিন অফিস যাত্রা, কলেজে যাওয়া অথবা লং রাইড – সব কিছুর জন্য একটি নির্ভরযোগ্য বাইক চান, তাহলে Honda SP160 হতে পারে আপনার জন্য উপযুক্ত।
আমাদের শেষ কথা
আশা করি আমাদের আজকের আর্টিকেলটি পড়ার পরে আপনি অনায়াসে হোন্ডা এসপি ১৬০ সিসি দাম সম্পর্কে জেনে গেছেন। তাছাড়াও এই বাইকটির সম্পর্কে বিস্তারিত তথ্য গুলোও আমরা আলোচনা করেছি তাই আশা করছি আপনি খুব ভালো মতন বা একটি সকল তথ্যগুলো জানতে পেরেছেন। যদি বাইকটি নিয়ে আপনার কোন ধরনের কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা জানানোর চেষ্টা করব। আর নিয়মিতভাবে এ ধরনের যে কোনো বাইকের মূল্যের আপডেটগুলো পেতে চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে ভুলবেন না।