WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইয়ামাহা বাইক দাম কত ২০২৫ | Yamaha Biker Er Dam Koto 2025

ইয়ামাহা বাইক দাম কত: প্রিয় বাইকপ্রেমি সকল বন্ধু-বান্ধবদের জানাই আমাদের পক্ষ থেকে আসসালামুয়ালাইকুম। আপনারা যারা নতুন একটি ইয়ামাহা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেলটি। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ইয়ামাহা বাইক দাম কত ২০২৫ সম্পর্কে। তাই যারা ২০২৫ সালে একটি নতুন ইয়ামাহা বাইক ক্রয় করার কথা ভাবছেন তারা অবশ্যই এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

ইয়ামাহা বাইক দাম কত ২০২৫

ইয়ামাহা বাইক দাম ১,৩০,০০০ টাকা থেকে বর্তমানে বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে খুবই সহজে। এছাড়া আলাদা আলাদা স্পোর্টস এবং অন্যান্য সকল মডেল গুলো মিলে মোটামুটি ৬,০০,০০০ টাকা পর্যন্ত বেশ কিছু আলাদা আলাদা মডেলের বাইক বর্তমানে বিক্রি করে থাকে ইয়ামাহা কোম্পানি। তাই আপনার স্পোর্টস বাইক যদি পছন্দ হয়ে থাকে এবং বাংলাদেশের সবচাইতে দারুন এবং দুর্দান্ত ডিজাইন কোয়ালিটি এছাড়াও অন্যান্য সকল কোয়ালিটির প্রয়োজন হয় তাহলে ইয়ামাহা কোম্পানির বাইক গুলো দেখতে পারেন।

Read Also:

ইয়ামাহা বাইক দাম তালিকা ২০২৫

ইয়ামাহা কোম্পানির সকল আপডেটের গাইড গুলোর মডেল এবং দামতালিকা আমরা নিচে দিয়ে রেখেছি। ২০২৫ সালে এই সকল বাইকগুলো সহজেই আপনি বাজারে দেখতে পারবেন এবং এই বাইকগুলো ক্রয় করতে পারবেন যেকোনো ইয়ামাহা কোম্পানির শোরুম থেকে। আপনার এলাকায় আশেপাশে যেকোন ইয়ামাহা অফিশিয়াল শোরুমে গেলেই আপনি এই বাইকগুলো দেখতে পারেন সরাসরি এবং দামদর করতে পারেন।

ইয়ামাহা বাইক (মডেল)দাম কত
Yamaha Saluto১,৩০,০০০ টাকা (এক্সপেক্টেড)
Yamaha Alpha১,২৫,০০০ টাকা (এক্সপেক্টেড)
Yamaha FZS V2২,৩৫,০০০ টাকা
Yamaha Fzs V4২,৯৮,০০০ টাকা
Yamaha R15 V4৬,০০,০০০ টাকা
Yamaha R15M৬,১০,০০০ টাকা
Yamaha XSR 155৫,৪৫,০০০ টাকা
Yamaha R15 V3 Indonesia৫,২৫,০০০ টাকা
Yamaha MT-15 V2৫,২৫,০০০ টাকা
Yamaha FZ-X৩,০৬,০০০ টাকা

Yamaha FZS V2 বাইক এর দাম কত

Yamaha FZS V2 বাইক এর দাম ২,৩৫,০০০ টাকা। ইয়ং জেনারেশন এর সবচাইতে ক্রাশ এবং ইয়ামাহা কোম্পানির সবচাইতে বিকৃত মডেল হচ্ছে ভার্সন টু। এই বাইকটি মূলত অত্যন্ত কম দামে হওয়ার কারণে বাইকটির প্রতি টান অনেকেরই রয়েছে। তাছাড়া বাইকটিতে ১৫০ সিসির একটি ইঞ্জিন রয়েছে এবং ৪০ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দেওয়ার মতন ক্ষমতা রয়েছে ইঞ্জিনের। এর ফলে অনেকের পছন্দের বাইক হিসেবে এটি অত্যন্ত বেশি পরিচিত।

Yamaha FZS V2 বাইক এর দাম কত
মডেলYamaha FZS V2
মাইলেজ৪০ কিমি/লি
বাইকের ধরনসপোর্টস
সিসি১৫০ সিসি
ব্রান্ডyamahabd

আরো পড়ুন: বাইকের মিটারের দাম কত ২০২৫

Yamaha Fzs V4 বাইক এর দাম কত

Yamaha Fzs V4 বাইক এর দাম ২,৯৮,০০০ টাকা। ইয়ামাহা এফ জেড ভার্সন টু এরপরে এফ জেড ভার্সন ফোর অত্যন্ত বেশি জনপ্রিয়তা অর্জন করেছে ২০২৩ এবং ২৪ সালে। এই মডেলটির মূল্য যেরকম ঠিক তেমনি পারফরমেন্সও দিতে পারে মডেলটি। বাইকের ডিজাইনটি অত্যন্ত আকর্ষণীয় হওয়ার কারণে বাইকটি অত্যন্ত ভালো লাগে দেখতে। তাছাড়া বাইকটিতে রয়েছে ১৫০ সিসির একটি স্পোর্টস ইঞ্জিন এবং ৪৫ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দিতে পারে।

Yamaha Fzs V4 বাইক এর দাম কত
মডেলYamaha Fzs V4
মাইলেজ৪৫ কিমি/লি
বাইকের ধরনসপোর্টস
সিসি১৫০ সিসি
ব্রান্ডyamahabd

Also Read: বাইকের চাকার দাম কত ২০২৫

Yamaha R15M বাইক এর দাম কত

Yamaha R15M বাইক এর দাম ৬,১০,০০০ টাকা। বাজেট যদি থাকে 6 লাখ টাকার উপরে এবং এমন একটি বাইক প্রয়োজন যদি বাংলাদেশের সবচাইতে অসাধারণ ডিজাইনের এবং সবচাইতে বেশি ভ্যালুএবল তাহলে আপনার জন্য আর ওয়ান ফাইভ এম মডেলটি। এই মডেলটি বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা এবং সবচাইতে শ্রেষ্ঠ স্পোর্টস বাইক এবং অলরাউন্ডার।

Yamaha R15M বাইক এর দাম কত
মডেলYamaha R15M
মাইলেজ৪০ কিমি/লি
বাইকের ধরনসপোর্টস
সিসি১৫০ সিসি
ব্রান্ডyamahabd

আরো পড়ুন: এপাচি বাইক দাম কত ২০২৫

Yamaha R15 V4 বাইক এর দাম কত

Yamaha R15 V4 বাইক এর দাম ৬,০০,০০০ টাকা। এই মডেলটিতে রয়েছে ১৫০ সিসির একটি স্পোর্টস ইঞ্জিন এবং এই ইঞ্জিনটি প্রায় অত্যন্ত অসাধারণ এবং ৪০ কিলোমিটার প্রতি লিটারে ইঞ্জিনটি মাইলেজ দিতে পারে।

Yamaha R15 V4 বাইক এর দাম কত
মডেলYamaha R15 V4
মাইলেজ৪০ কিমি/লি
বাইকের ধরনসপোর্টস
সিসি১৫০ সিসি
ব্রান্ডyamahabd

Read Also: বাইকের মবিলের দাম কত ২০২৫

আমাদের শেষ কথা

আশা করছি আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ার পরে আপনি ইয়ামাহা বাইক দাম কত সেই সম্পর্কে জানতে পেরেছেন। তাই 2025 সালে এসে নতুন একটি বাইক ক্রয় করার ইচ্ছা থাকলে এই আর্টিকেলটির সহতায় সহজেই ইয়ামাহা কোম্পানির আলাদা আলাদা মডেলের বাইকের দাম আশা করি জানতে পেরেছেন। অবশ্যই আপনার পরিচিতজনদের সঙ্গে এই আর্টিকেলটি শেয়ার করুন যাতে করে তারাও খুব সহজেই যে কোন ইয়ামাহা বাইকের মূল্য সম্পর্কে জেনে নিয়ে একটি yamaha বাইক ক্রয় করতে পারে।

Leave a Comment