ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন খরচ: ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাগজ যা মূলত প্রত্যেকটি বাইকারের প্রয়োজন। আর এই ছোট্ট একটি কাগজ যদি আপনি আপনার সঙ্গে না রাখেন সেই ক্ষেত্রে পরবর্তীতে বিভিন্ন ঝামেলা হতে পারে। তাই অবশ্যই একজন বাইকের হিসেবে ড্রাইভিং লাইসেন্স সর্বদা সঙ্গে রাখা অত্যাবশ্য। আমরা আজকের আর্টিকেলটিতে আপনাদের সাথে ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে চলেছি। তাই যদি আপনি অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে চান তাহলে আমাদের পূর্ববর্তী আর্টিকেল পড়ে নিবেন এবং পরে এই আর্টিকেলটি পড়ার পরে খুব সহজে আপনি আবেদন করে ফেলতে পারবেন।
Read Also:
- বাইকের মবিলের দাম কত ২০২৫
- বাইকের ফগ লাইটের দাম ২০২৫
- বাইকের ব্রেক শক্তিশালী করার উপায়?
- বাইকের সবচেয়ে নিরাপদ ব্রেক কোনটি?
- মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স ফি
- বাইকের সামনের ব্রেক কখন ব্যবহার করতে হয়?
- বাইকের ব্রেক ধরার নিয়ম
- মোটরসাইকেল এর সিসি কি
- মোটরসাইকেলের তেল খরচ কমানোর উপায়
- বাইকের জন্য কোন তেল ভালো
- বাইকের তেল বাঁচানোর সহজ উপায়
- মোটরসাইকেল সার্ভিসিং খরচ
ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন খরচ
ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আবেদন খরচ বাংলাদেশে বর্তমান সময় মাত্র ৩৪৫ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত। মূলত আলাদা আলাদা হওয়ার কারণটা হচ্ছে এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে যে সকল ক্যাটাগরিতে ড্রাইভিং লাইসেন্স ফি প্রদান করতে হয়। আমরা নিচে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য কত খরচ হতে পারে সেই সকল তালিকা গুলো দিয়ে দিচ্ছি আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী।
লার্নার ড্রাইভিং লাইসেন্স ফী: –
(ক) ০১ (এক) ক্যাটাগরি-৩৪৫/-টাকা (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোনো এক ধরণের মোটরযান)
(খ) ০২ (দুই) ক্যাটাগরি-৫১৮/-টাকা (মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোনো এক ধরণের মোটরযান)
স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফী :-
(ক) পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ১৬৮০/-টাকা (০৫ বছরের নবায়ন ফীসহ)
(খ) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ২৫৪২/-টাকা (১০ বছরের নবায়ন ফীসহ)
ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী: –
(ক) পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী – মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ১৫৬৫/- টাকা;
(খ) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী – মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২৪২৭/- টাকা;
(গ) পেশাদার ও অপেশাদার উভয় ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পার হলে প্রতি বছরের জন্য ২৩০/- টাকা হরে জরিমানা প্রদান করতে হবে।
ড্রাইভিং লাইসেন্স এর প্রতিলিপি ফী:
(ক) হাই সিকিউরিউটি ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ৮৭৫/-টাকা।
আমাদের শেষ কথা
আশা করি আমাদের আজকের আর্টিকেলটি পড়ার পরে আপনি জানতে পেরেছেন ড্রাইভিং লাইসেন্স অনলাইন আবেদন খরচ কত টাকা ২০২৫ সালে বাংলাদেশে সেই সম্পর্কে। তাই আপনার সদ্য নতুন কেনা গায়িকার বন্ধুদের সঙ্গে আর্টিকেলটি শেয়ার করার অনুরোধ রইলো। আর নিয়মিত বাইকের যেকোনো খুঁটিনাটি বিষয়ে তথ্য পেতে চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইল।