পালসার বাইক দাম কত ২০২৫: বাইক পছন্দ আমাদের সকলেরই। বাজেট যাদের কম এবং মাইলেজ যাদের বেশি প্রয়োজন তাদের কাছে বাজাজ কোম্পানির পালসার বাইক গুলো হয় অত্যন্ত বেশি পছন্দের। তাই আপনাদের মত বাইক লাভারদের জন্য আমাদের আজকের এই আর্টিকেলটি। প্রিয় বন্ধুরা আমাদের আর্টিকেলটিতে আপনাদের সঙ্গে পালসার বাইক দাম কত ২০২৫ সম্পর্কে আলোচনা করা হবে। তাই ২০২৫ সালে আপনারা যারা একটি পালসার বাইক ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়বেন।
পালসার বাইক দাম কত ২০২৫
পালসার বাইক দাম শুরু হয়েছে বর্তমান সময়ে ১,৮৯,০০০ টাকা থেকে এবং ৩,২৯,৯৯৯ টাকা পর্যন্ত বাজারে পাওয়া যাচ্ছে। বিভিন্ন আলাদা আলাদা মডেল এবং বিভিন্ন আলাদা সেগমেন্টের পালসার বাইক বাজারে বর্তমান সময়ে বাংলাদেশের বিক্রি হচ্ছে। আপনার যদি বাজেট থেকে থাকে এক লক্ষ আশি হাজার টাকা কিংবা ১ লক্ষ ৯০ হাজার টাকা তাহলে আপনি বাজাজ পালসার এন এস 125 বাইকটি ক্রয় করতে পারবেন। এছাড়াও আরো অনেক ধরনের মডেল রয়েছে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করা হবে।
আরো পড়ুন:
- যেকোনো বাইকের আপডেট মূল্য জেনে নিন
- হোন্ডা লিভো মোটরসাইকেল দাম কত ২০২৫
- বাইকের পিস্টনের দাম কত
- পালসার ডাবল ডিস্ক দাম কত ২০২৫
- সুজুকি জিক্সার ডাবল ডিস্ক দাম কত ২০২৫
পালসার বাইক দাম তালিকা ২০২৫
পালসার বাইক দাম তালিকা ২০২৫ নিচে আমরা দিয়ে রেখেছি। বর্তমান সময় মার্কেটে পালসার কোম্পানির যে সকল বাইকগুলো বিক্রয় করা হচ্ছে সেই সকল বাইকগুলোর দাম সম্পর্কে আমরা সঠিক ধারণা এবং তথ্য নিচে দেওয়ার চেষ্টা করেছি। নিচে যে সকল বাইকগুলোর দাম এবং মডেল দেওয়া হয়েছে সেগুলো আমরা অনলাইন থেকে কালেক্ট করেছি। এবং অত্যন্ত নিখুঁতভাবে আমরা খোঁজার চেষ্টা করেছি সঠিক মূল্য। তবে আপনার কাছে যদি কোন মূল্য গুলো ভুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমরা সঠিকভাবে তার সমাধান করে দিব।
পালসার বাইক মডেল | দাম কত ২০২৫ |
---|---|
Bajaj Pulsar N250 | ৳ ৩,২৯,৯৯৯ টাকা |
Bajaj Pulsar N160 | ৳ ২,৬৪,০০০ টাকা |
Bajaj Pulsar NS160 FI ABS | ৳ ২,৬২,০০০ টাকা |
Bajaj Pulsar N160 Twin Disc Carburetor | ৳ ২,৩৫,০০০ টাকা |
Bajaj Pulsar 150 Twin Disc ABS | ৳ ২,২৫,০০০ টাকা |
Bajaj Pulsar NS160 Twin Disc ABS | ৳ ২,১০,০০০ টাকা |
Bajaj Pulsar 150 Single Disc ABS | ৳ ২,০৩,০০০ টাকা |
Bajaj Pulsar 150 Single Disc | ৳ ১,৯৩,০০০ টাকা |
Bajaj Pulsar NS125 | ৳ ১,৮৯,০০০ টাকা |
উপরে আমরা যেই নয়টি বাইকের মূল্য দিয়ে রেখেছি সেই সবগুলো বায়ুর বর্তমানে বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল রয়েছে। আর এই সকল ব্যাগগুলো মূলত মোটামুটি ভাবে স্পোর্টস বাইক এবং অসাধারণ পারফরম্যান্স দিয়ে থাকে। তাই আপনার যদি অত্যন্ত ভালো মানের বাইক দরকার হয়ে থাকে তাহলে এই নয়টি বাইকের যে কোন একটি পছন্দ করতে পারেন। কিন্তু আপনি যদি এই বাইকগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে নিচের লেখাগুলো ফলো করুন সেখানে আমরা বেশ কয়েকটি বাইকের বিস্তারিত বিবরণ দিয়ে রেখেছি।
আরো পড়ুন: বাইকের মবিলের দাম কত ২০২৫
পালসার N250 বাইক দাম কত ২০২৫
পালসার N250 বাইক দাম বর্তমান মার্কেটে ৩,২৯,৯৯৯ টাকা। বর্তমান বাজারে ২৫০ সিসি যদি কোন আপনার বাইক পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে এই বাইকটি হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস। কারণ পালসার কোম্পানির এই বাইকটি শুধুমাত্র সিসি ক্ষেত্রে নয় অন্যদিকে অত্যন্ত ভালো মাইলেজ দিয়ে থাকে। প্রতি লিটারে ৩৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে বাইকটি। এছাড়াও বাইকটি সম্পূর্ণ স্পোর্টস একটি বাইক। তাই যারা স্পোর্টস বাইক পছন্দ করে তাদের সবার ঊর্ধ্বে থাকবে বাংলাদেশ বাজারে থাকাই দারুন বাইকটি।
মডেল | N250 |
মাইলেজ | ৩৫ কিমি/লি |
বাইকের ধরন | সপোর্টস |
সিসি | ২৫০ সিসি |
ব্রান্ড | বাজাজ |
আরো পড়ুন: বাইকের মিটারের দাম কত ২০২৫
পালসার N160 বাইক দাম কত ২০২৫
পালসার N160 বাইক দাম বর্তমান মার্কেটে ২,৬৪,০০০ টাকা। আপনি যদি চল্লিশ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ চান তাও আবার ১৬০ সিসি একটি বাইকে তাহলে অবশ্যই বাজাজ পালসার ১৬০ সিসির এই বাইকটি আপনার জন্য।
মডেল | N160 |
মাইলেজ | ৪০ কিমি/লি |
বাইকের ধরন | সপোর্টস |
সিসি | ১৬০ সিসি |
ব্রান্ড | বাজাজ |
পালসার NS160 Twin Disc ABS বাইক দাম কত ২০২৫
পালসার NS160 Twin Disc ABS বাইক দাম বর্তমান মার্কেটে ২,১০,০০০ টাকা। কম দামের মধ্যে এবিএস সিস্টেম দরকার আবার টুইন ডিস্ক দরকার তাছাড়া দরকার অবশ্যই মাইলেজ। আর সবার ঊর্ধ্বে যেটি সেটি হচ্ছে আপনার অবশ্যই দরকার একটি স্পোর্টস বাইক। তাহলে আপনার জন্য অবশ্যই বাজাজ পালসার এর এনএস ১৬০ সিসির টুইন ডিস্ক এবিএস বাইকটি। বাইকটিতে আপনি যে সকল ফিচারগুলো পাবেন সেগুলো নিচে উল্লেখ করে রেখেছি তাই অবশ্যই দেখে নিবেন।
আরো পড়ুন: ইয়ামাহা বাইক দাম কত ২০২৫
মডেল | NS160 Twin Disc ABS |
মাইলেজ | ৪০ কিমি/লি |
বাইকের ধরন | সপোর্টস |
সিসি | ১৬০ |
ব্রান্ড | বাজাজ |
Also Read: বাইকের চাকার দাম কত ২০২৫
পালসার NS125 বাইক দাম কত ২০২৫
পালসার NS125 বাইক দাম বর্তমান মার্কেটে ১,৮৯,০০০ টাকা। বাজেটের মধ্যে একটি অত্যন্ত অসাধারণ ডিজাইনের এবং অত্যন্ত অসাধারণ একটি বাইক খুঁজছেন? তাহলে আপনার জন্য আমরা রেফার করতে পারি বাজাজ পালসার এনএস ১২৫ সিসির বাইকটি। বাইকটিতে ১২৫ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকলেও বাইকটিতে ৪৫ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দেওয়া সম্ভব। এছাড়াও বাইকটি অত্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করছে একটি স্পোর্টস বাইক হিসেবে তাই অবশ্যই এই বাইকটি আপনার জন্য প্রেফার করতেই পারি।
মডেল | NS125 |
মাইলেজ | ৪৫ কিমি/লি |
বাইকের ধরন | সপোর্টস |
সিসি | ১২৫ |
ব্রান্ড | বাজাজ |
আরো পড়ুন: এপাচি বাইক দাম কত ২০২৫
পালসার 150 Single Disc বাইক দাম কত ২০২৫
পালসার 150 Single Disc বাইক দাম বর্তমান মার্কেটে ১,৯৩,০০০ টাকা। পূর্ববর্তী জেনারেশনদের ক্লাব ছিল বাজাজ পালসার 150 সিসির যেকোনো মডেল। এখনো অনেকেই বাজাজ পালসার 150 সিসি বাইক গুলো অত্যন্ত পছন্দ করে। তারা চাইলে বর্তমানে আপডেটেড এই মডেলের বাইকটি ক্রয় করতে পারেন। কারণ এখানে বেশকিছু নতুন নতুন সিস্টেম এবং ফিচার যুক্ত করা হয়েছে যার মাধ্যমে বাইকটি ভালো পারফরম্যান্স করতে পারছে। বাইকটি 45 কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দিবে এবং 150 সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যার ফলে খুব সহজেই ভালো পারফরম্যান্স করবে।
মডেল | 150 Single Disc |
মাইলেজ | ৪৫ কিমি/লি |
বাইকের ধরন | সপোর্টস |
সিসি | ১৫০ সিসি |
ব্রান্ড | বাজাজ |
বাজাজ পালসার বাইকের সুবিধা ও অসুবিধা
সুবিধা: বাজাজ কোম্পানির বাইকগুলো রয়েছে অসাধারণ বিভিন্ন ফিচার যার ফলে বাজাজ কোম্পানির প্রতিটি বাইকের সুবিধা গুলো বলে শেষ করা যাবে না। সর্বপ্রথম যে সুবিধাটি আপনারা পাবেন সেটি হচ্ছে bajaj কোম্পানির পালসার এর যে কোন সাইকেল ১৫০ সিসির স্পোর্টস ইঞ্জিন মিনিমাম ব্যবহার করা হয়েছে। যার ফলে যারা মূলত একটু হাই স্পিডে অর্থাৎ বেশি গতিতে বাইক চালাতে পছন্দ করে তাদের জন্য পারফেক্ট পালসার বাইকগুলো।
এছাড়া পালসার বাইকগুলোর যতই বেশি হায়ারসাই হোক না কেন এখানে থাকে অত্যন্ত ভালো সেটিং পজিশন এবং হ্যান্ডেলেবল পারফেক্ট সিচুয়েশন। যার ফলে যে কোন সিচুয়েশনে খুব সহজেই কন্ট্রোলিং করা হয়ে ওঠে খুবই সহজ। বাইকের সবচেয়ে প্রধান যে বিষয়টি সেটি হচ্ছে মাইলেজ। বাজাজ প্রতিবারের মতোই প্রত্যেকটি বাইকেই ভালো মাইলেজ প্রদান করে আসছে। মিনিমাম ৩৫ কিলোমিটার প্রতি লিটারে চলতে পারে bajaj pulsar কোম্পানির যে কোন বাইক। এমনকি ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় বাজাজের বিভিন্ন বাইক তবে স্পোর্টস বাইকগুলোতে ৪৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজের রেকর্ড রয়েছে।
অসুবিধা: বাজাজ কোম্পানির বেশ কিছু বাইক রয়েছে যেগুলো মোটামুটি একটু ভারী হয়ে থাকে। যার ফলে অনেকেই বাইকগুলোকে কন্ট্রোল করতে পারে না। বাজাজের উচিত অবশ্যই বাইকগুলোকে আরো একটু হালকা বানানোর। এছাড়া বাজাজ কোম্পানির হেডলাইটগুলো অনেক সময় দেখা যায় অত্যন্ত কম হয়ে থাকে। তাই অবশ্যই বিভিন্ন প্রকারের পালসার বাইকগুলোতে হেডলাইট গুলো উন্নত করার দরকার রয়েছে।
বাজাজ পালসার বাইক কোথা থেকে কেনা যাবে
বাজাজ পালসার বাইক কেনার জন্য উত্তরা মটরস অর্থাৎ বাজাজ কোম্পানির অফিসিয়াল যে কোন দোকানে আপনি যোগাযোগ করতে পারেন। আপনার এলাকার আশেপাশের যে কোন জায়গাতে অবস্থিত দেশব্যাপী বাজাজ কোম্পানির ডিলারশিপে যোগাযোগ করলেই আপনি বাজাজ পালসারের বাইক ক্রয় করতে পারবেন। এছাড়াও বাজাজের অফিসিয়াল ওয়েবসাইট যদি আপনি ভিজিট করেন সে ক্ষেত্রেও বিষয়টি সম্পর্কে আরও জানতে পারবেন।
এছাড়া তাদের অফিসিয়াল বেশ কয়েকটি নাম্বার আমরা নিচে দিয়ে রাখতেছি।
09678-333888 (Tejgaon, Dhaka Uttara Motors)
উপরের নাম্বারটি হচ্ছে বাংলাদেশের অফিশিয়াল উত্তরা মটরস এর ডিলারশিপ এর নম্বর। বাজাজ কোম্পানি তাদের সকল বাইকগুলো তাদের মাধ্যমেই বিক্রয় করে থাকে তাই আপনারা অবশ্যই তাদের নম্বরে যোগাযোগ করে সহজেই বাজাজের দেশব্যাপী বিভিন্ন শোরুমের ডিটেলস গুলো নিতে পারবেন।
শেষ কথা: পালসার বাইক দাম কত ২০২৫
আশা করছি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনি দুর্দান্তভাবে বাজাজ কোম্পানির পালসার এর সকল বাইকগুলো সম্পর্কে জানতে পেরেছেন। তাই পালসার কোম্পানির কোন বাইকটা আপনার কাছে ভাল মনে হয়েছে সেটি অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আশা করবো নিয়মিত এ ধরনের বাইকের আর্টিকেল গুলো পাওয়ার ইচ্ছা আপনারও রয়েছে তাই অবশ্যই আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া একাউন্টগুলোতে যুক্ত হবেন নয়তো প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন নিয়মিত বিভিন্ন বাইকের সম্পর্কে জানতে। আর্টিকেলটি আপনার বন্ধুবান্ধব এবং বাইক প্রেমিক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা নতুন বাইক কিনতে চাচ্ছে।