ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম দাম কত: বাংলাদেশের বাজারে সবচাইতে বেশি দুর্দান্ত এবং সবচাইতে সেরা ডিমান্ডেবেল এক স্পোর্টস বাইক হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম বাইকটি। এবার একটি দেশের বাজারে সবচাইতে বেশি ডিমান্ডেড হওয়ার কারণ হচ্ছে বাইকটির লুকিং। বাইকটি দেখতে এতটাই অসাধারণ যে এই বাইকটি খুব সহজে যে কেউ দেখলেই পছন্দ করে ফেলবে। বলতে গেলে যে কারণে ড্রিম বাইক বর্তমান সময়ে এই বাইকটি। চলুন তাহলে আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে জেনে নিবেন ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম দাম কত সে সম্পর্কে বিস্তারিত সম্পূর্ণ তথ্য।
ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম দাম কত
ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম দাম বর্তমানে বাংলাদেশের বাজারে ৬,২৫,০০০ টাকা। আপনার বাজেট যদি ৬ লক্ষ টাকার উপরে থাকে এবং বাংলাদেশের বাজারে আপনি একটি স্পোর্টস বাইক খুঁজে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম বাইকটি সবচাইতে সেরা। বাইকটি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই কিন্তু অসাধারণ স্পোর্টস লাইভ দিবে আপনাকে যখন বাইক চালাবেন। কারণ বাইকটির ইঞ্জিন রয়েছে 150 সিসি তা সত্ত্বেও 140 কিলোমিটার প্রতি ঘন্টায় টপ স্পিড তুলতে পারে। তাছাড়া ভাইটিতে সামান্য কাজ করালে এর চেয়েও বেশি টপিক উঠবে অনায়াসে। এছাড়াও এত বড় স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও ৪০ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দিতে পারে বাইকটি। এর চেয়ে আর বেশি কি চাই বলেন একজন স্পোর্টস বাইকারের? আর কিছুই চাই না একদম অসাধারণ একটি ডিল হতে পারে আপনার জন্য বাইকটি যদি আপনার বাজেট থেকে থাকে ঠিক ছয় লক্ষ টাকার উপরে।
Read Also:
- পালসার বাইক দাম কত ২০২৫
- হোন্ডা এক্স ব্লেড এর দাম কত ২০২৫
- হিরো হোন্ডা ১০০ সিসি দাম কত ২০২৫
- হোন্ডা হরনেট ২.০ প্রাইস ইন বাংলাদেশ ২০২৫
- রানার টার্বো ১২৫ সিসি দাম কত
- কেটিএম আরসি 390 দাম কত
- হিরো এক্সট্রিম ১২৫ আর দাম কত ২০২৫
- ইয়ামাহা এফ জেড এস ২৫ দাম কত
- হোন্ডা এসপি ১২৫ দাম কত
- ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন 4 এর দাম কত
- ইয়ামাহা এক্সএসআর ১৫৫ দাম কত
ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম স্পেসিফিকেশন
মডেল | Yamaha R15M |
দাম | ৬,২৫,০০০ টাকা |
ইঞ্জিন | 155.1cc, Single Cylinder, Liquid Cooled, VVA |
সিসি | ১৫০ সিসি |
টপ স্পিড | ১৪০ কিমি |
মাইলেজ | ৪০ কিলো/লি |
ওজন | ১৪২ কেজি |
ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ডিটেইলস
বাংলাদেশের স্পোর্টস বাইকপ্রেমীদের জন্য দারুণ খবর। ইয়ামাহা নিয়ে এসেছে তাদের অন্যতম জনপ্রিয় স্পোর্টস মডেল Yamaha R15M। আধুনিক ডিজাইন, পাওয়ারফুল ইঞ্জিন এবং উন্নত ফিচারের মিশেলে বাইকটি যুবসমাজের মন জয় করে নিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এই বাইকটির স্পেসিফিকেশন, পারফরম্যান্স ও কেন এটি আপনার পরবর্তী বাইক হতে পারে।
ইঞ্জিন ও পারফরম্যান্স
Yamaha R15M চালিত হয় একটি ১৫৫.১ সিসি এর Single Cylinder, Liquid Cooled ইঞ্জিন দিয়ে। এতে রয়েছে VVA (Variable Valve Actuation) প্রযুক্তি। এর ফলে ইঞ্জিনের পারফরম্যান্স সব রেঞ্জে ব্যালেন্সড থাকে। আপনি যদি স্পিড লাভ করতে চান বা শহরের রাস্তায় চালাতে চান, দুই জায়গাতেই এই বাইক অসাধারণ কাজ করে।
বাইকটির সর্বোচ্চ গতি ১৪০ কিমি প্রতি ঘণ্টা, যা বাংলাদেশের রাস্তায় চালানোর জন্য যথেষ্ট স্পোর্টি।
মাইলেজ ও ফুয়েল ইকোনমি
এই বাইকটি প্রতি লিটারে গড়ে ৪০ কিমি মাইলেজ দিতে সক্ষম। স্পোর্টস বাইকের মধ্যে এটি ভালো মাইলেজের মধ্যে পড়ে। যারা ফুয়েল ইকোনমির দিকে নজর দেন, তাদের জন্য এটি ভালো পছন্দ হতে পারে।
লুক ও ডিজাইন
Yamaha R15M দেখতে অনেকটাই বড় সিসি রেসিং বাইকের মতো। সামনে রয়েছে একচোখা LED হেডলাইট, যা বাইকটিকে ভয়ংকর ও আধুনিক লুক দেয়। পুরো বাইকে স্পোর্টস ফিনিশিং, শর্প কাটিং ডিজাইন, এবং স্টাইলিশ কালার স্কিম রয়েছে।
এর ট্যাংক, সিট ও এক্সজস্ট সবই আকর্ষণীয় ও আগ্রাসী লুকে তৈরি।
স্মার্ট ফিচার
R15M বাইকে রয়েছে একাধিক আধুনিক ফিচার যা রাইডারদের অভিজ্ঞতা আরও উন্নত করে:
- Fully Digital Meter Console
- Bluetooth Connectivity
- Traction Control System
- Assist & Slipper Clutch
- Side-stand Engine Cut-off
- LED হেডল্যাম্প ও টেইলল্যাম্প
এসব ফিচার প্রতিদিনের রাইডিংকে করে তোলে আরও স্মার্ট ও নিরাপদ।
ওজন ও হ্যান্ডলিং
বাইকটির ওজন ১৪২ কেজি, যা ভারসাম্যপূর্ণ। স্পিড ও হ্যান্ডলিং দুটোই ভালোভাবে ব্যালেন্স করা হয়েছে। কনফিডেন্টলি কনারিং করা যায় এবং স্পিড ব্রেক করাও সহজ হয়। Yamaha R15M কেবল একটি বাইক নয়, এটি একটি স্পোর্টস বাইক অভিজ্ঞতা। যারা দেখতে আকর্ষণীয়, ফিচারে আধুনিক এবং রাইডে পারফরম্যান্স চায় – তাদের জন্য এটি নিঃসন্দেহে সেরা পছন্দ হতে পারে। ৬,২৫,০০০ টাকা দামের মধ্যে এই বাইকটি বর্তমানে বাংলাদেশের বাজারে অন্যতম প্রিমিয়াম স্পোর্টস বাইক। আপনার যদি বাজেট থাকে এবং আপনি কিছুটা আলাদা ও দামী কিছু খুঁজছেন, তাহলে Yamaha R15M হতে পারে আপনার সঠিক সিদ্ধান্ত।
আমাদের শেষ কথা
আশা করি আমাদের আজকের আর্টিকেলটি পড়ার পরে আপনি খুব সহজে জেনে গেলেন বাংলাদেশের সবচাইতে রেয়ার এবং সবচাইতে বেশি অসাধারণ ডিমান্ডেবল স্পোর্টস বাইক ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম দাম কত সে সম্পর্কে সম্পূর্ণভাবে। তাই অবশ্যই অবশ্যই আমাদের আর্টিকেলটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেন যারা r15 এম কেনার সামর্থ্য রাখে এবং কেনার ইচ্ছা রাখে। তাছাড়া নিয়মিতভাবে। অসাধারণ অসাধারণ বাইকের মূল্য এবং আপডেট জানতে আমাদেরকে টেলিগ্রামের ফলো করুন।