টিভিএস এপাচি আরটিআর ১৬০ দাম কত: প্রিয় বাইক প্রেমী বন্ধুরা আপনাদের সকলকে আমাদের আরও একটি নতুন আর্টিকেলে সুস্বাগতম। আমাদের আজকের এই আর্টিকেলটিতে আপনাদের সাথে আমরা টিভিএস এপাচি আরটিআর ১৬০ দাম কত সে সম্পর্কে আলোচনা করব। যারা এই বছরে অসাধারণ একটি বাইক খুঁজছেন যার মূল্য হবে কম এবং ডিজাইন হবে অসাধারণ তাদের জন্য এই বাইকটি সেরা। চলুন তাহলে পুরো আর্টিকেল জুড়ে এই অসাধারণ বাইকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।
টিভিএস এপাচি আরটিআর ১৬০ দাম কত
টিভিএস এপাচি আরটিআর ১৬০ দাম ১,৬০,০০০ টাকা। আপনার বাজেট যদি হয়ে থাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে একটু বেশি তাহলে অবশ্যই tvs apache rtr 160 সিসির নতুন এই বাইকটি আপনার জন্য। বাইকটির ডিজাইন যেমন অসাধারণ ঠিক তেমনিভাবে বাইকটিতে আপনারা অসাধারণ অসাধারণ ফিচার পেয়ে যাচ্ছেন। তাই যাদের বাজেট এমন রয়েছে তারা চাইলে সহজেই বাইকটি ক্রয় করে নিতে পারেন। আর বর্তমান সময়ে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অবশ্যই বিশেষ কিছু ডিসকাউন্ট রয়েছে আপনারা চাইলে সেটি লুফে নিতে পারেন।
টি ভি এস অফিসিয়াল শোরুমগুলোতে যোগাযোগ করলেই আপনি অনায়াসে বেশ কিছু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন নতুন সকল tvs কোম্পানির বাইকগুলোতে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে অবশ্যই টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি বাইকটি ক্রয় করতে পারেন অত্যন্ত সুলভ মূল্যে। সুতরাং আপনার যদি এই অসাধারণ স্পোর্টস বাইকটির প্রতি আকর্ষণ থেকে থাকে। এবং বাজেট থাকে সম্ভাবনাময় তাহলে অবশ্যই বাইকটি ক্রয় করতে পারেন।
Read Also:
- বাইকের মবিলের দাম কত ২০২৫
- পালসার বাইক দাম কত ২০২৫
- ইয়ামাহা বাইক দাম কত
- বাইকের চাকার দাম কত ২০২৫
- এপাচি বাইক দাম কত ২০২৫
- বাইকের পিস্টনের দাম কত
- হোন্ডা লিভো মোটরসাইকেল দাম কত ২০২৫
- সুজুকি জিক্সার ডাবল ডিস্ক দাম কত ২০২৫
টিভিএস এপাচি আরটিআর ১৬০ স্পেসিফিকেশন
মডেল | TVS Apache RTR 160 |
দাম | ১,৬০,০০০ টাকা |
ইঞ্জিন | Air cooled, 4 stroke |
সিসি | ১৬০ সিসি |
টপ স্পিড | ১২০ কিমি |
মাইলেজ | ৪০ কিলো/লি |
ওজন | ১৩৭ কেজি |
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ডিটেইলস
এই বাইকটিতে আপনারা যে সকল ফিচারগুলো পাচ্ছেন সেগুলো অবশ্যই অনায়াসে যে কারোর পছন্দ হতে পারে। কারণ মাত্র 1 লক্ষ 50 কিংবা এক লক্ষ ষাট হাজার টাকা বাজেটের মধ্যেই অসাধারণ অসাধারণ বেশ কিছু ফিচার দিয়েছে এই ভাইকে tvs কোম্পানি। যারা মূলত স্পোর্টস বাইক পছন্দ করে তাদের জন্য এই বাইকটি অবশ্যই সেরা হবে।
tvs apache rtr 160 সিসির বাইক এ আপনি পেয়ে যাচ্ছেন ১৬০ সিসির একটি ইঞ্জিন। বাইকটিতে ১২০ কিলোমিটার প্রতি এমনটাই সর্বোচ্চ গতিসীমা পাওয়ার মত সুবিধা পেয়ে যাচ্ছেন। এত পাওয়ারফুল ইঞ্জিন থাকার শর্তেও ৪০ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দিতে পারবে এই বাইকটি। এতসব কিছু ফিচারের পরেও মাত্র ১৩৭ কেজি ওজন এই বাইকের। সুতরাং অবশ্যই যে কেউ সহজেই বা একটি বহন করতে পারে।
যাইহোক বন্ধুরা এই বাইকটা বর্তমান সময়ে মার্কেটে অসাধারণ একটি হাইভ তৈরি করেছে। যারা মূলত এই tvs কোম্পানির বাইক গুলোকে অত্যন্ত পছন্দ তৈরি করে তাদের জন্য অবশ্যই এই বাড়িটি আকর্ষণীয় হতে পারে। কারণ বাইকটিতে যে সকল স্পেসিফিকেশনগুলো রয়েছে তা আমার মতে আপনার কাছে অত্যন্ত পছন্দ হবে। তাছাড়া বাইকের ইঞ্জিন্ট এর কোয়ালিটি হচ্ছে সবচাইতে অসাধারণ।
এত ছোট্ট একটি বাইক হওয়ার পরেও বাইকটির মধ্যে অসাধারণ একটি ইঞ্জিন থাকছে যা মূলত এয়ার কুলার ইঞ্জিন। যার ফলে অনায়াসে আপনি হাই স্পিডে বাইক চালাতে পারবেন। যারা মূলত স্পিডিং করার জন্য বাইক ক্রয় করে থাকে তাদের জন্য অবশ্যই এই বাইকটি সেরা হতে পারে। অবশ্যই অবশ্যই আপনারা এই বাইকটি ক্রয় করতে পারেন যদি আপনার বাজেট হয়ে থাকে এক লক্ষ ষাট হাজার টাকার কাছাকাছি।
টিভিএস এপাচি আরটিআর ১৬০ রিভিউ
বাইকটি নিয়ে বেশি কিছু বলার মত ভাষা নেই। আসলে বাইকটি বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে এখন পর্যন্ত আসে নাই। তবে খুব দ্রুত 2025 সালে tvs কোম্পানির এই অসাধারণ বাইকটি চলে আসবে বাংলাদেশ বাজারে। আর বাংলাদেশের বাজারে যখন বাইক নিয়ে আসবে তখন অসাধারণ এই বাইকটি নিশ্চিত অত্যন্ত ভালো সেল হবে। তবে ভারতে যেহেতু এটি অ্যাভেলেবল রয়েছে তাই এই বাইকটি সম্পর্কে বেশ কিছু ভালো দিক আমরা খুঁজে পেয়েছি। বাইকটির প্রায় সবকিছুই ভালো।
বিশেষত বলতে হয় বাইকের লুকিং এর বিষয়ে। যুবক বয়সের ছেলেপেলেরা এ ধরনের বাইকের প্রতি বেশি পরিমাণ জোঁকে। কারণ বাইকগুলো দেখতে অসাধারণ হয়ে থাকে এবং এত সুন্দর বাইক দেখলে যে কেউ পছন্দ করতে পারে। আপনারা যদি এধরনের সুন্দর কোয়ালিটির বাইকের প্রয়োজন হয় যেগুলো দেখতে অসাধারণ হবে তাহলে অবশ্যই এই বাইকটি আপনার জন্য সেরা হতে পারে।
আমাদের শেষ কথা
আশা করছি প্রিয় বন্ধুরা আপনারা আমাদের আজকের আর্টিকেলটি পড়ার পরে সহজেই টিভিএস এপাচি আরটিআর ১৬০ দাম কত জানতে পেরেছেন। যদি আপনার পরিচিত বন্ধুবান্ধব বাইক পছন্দ করে থাকে এবং নতুন এই বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই তাহলে তার কাছে এই আর্টিকেলটি শেয়ার করুন। আর প্রতিনিয়ত এ ধরনের বিভিন্ন বাইকের আপডেট পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।