WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টিভিএস মেট্রো প্লাস এর দাম কত ২০২৫

টিভিএস মেট্রো প্লাস এর দাম কত: আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি বাইক খুঁজছেন তাদের জন্য টিভিএস মেট্রো প্লাস হতে পারে অন্যতম আকর্ষণ। ভাইটির দাম যেমন কম তেমনি রয়েছে অসাধারণ বেশ কিছু ফিচার এই দামের মধ্যেই। তাহলে চলুন আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে জেনে নেওয়া যাক টিভিএস মেট্রো প্লাস এর দাম কত সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।

টিভিএস মেট্রো প্লাস এর দাম কত

টিভিএস মেট্রো প্লাস এর দাম ১,২৪,০০০ টাকা। একলক্ষ ২৪ হাজার টাকা বাজেটের মধ্যে কিংবা ১ লক্ষ ৩০ হাজার টাকা বাজেটের মধ্যে tvs মেট্রো প্লাস অত্যন্ত অসাধারণ একটি বাইক। যারা এই ধরনের বাজেট নিয়ে কোন বাইক কিনবেন বলে চিন্তিত রয়েছেন তারা চাইলে অনায়াসে চোখ বন্ধ করে এই বাইকগুলো ক্রয় করতে পারেন। তাই আপনাদের অবশ্যই বিবেচনায় রাখতে হবে বাইকটির মূল্য মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা।

বর্তমান মার্কেটে ১ লক্ষ ২৪ হাজার টাকার ৩০০০০ টাকার মধ্যে জুতো কোন বাইক খুঁজে থাকেন তাহলে আপনি টিভিএস মেট্রো প্লাস বাইকের কথা ভাবতে পারেন। এই বাইকটিতে আপনি যে সকল ফিচারগুলো পাচ্ছেন সেগুলো আপনারা অন্য কোন বাইকে নাও পেতে পারেন। আর এই বাইকটি বিভিন্ন সময়, নানান ডিস্কাউন্টের মাধ্যমে বিক্রয় করা হয়ে থাকে। তাছাড়া সরাসরি টিভিএস অফিসিয়াল শোরুম গুলোতে গেলে সকল ডিসকাউন্ট এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।

Read Also:

টিভিএস মেট্রো প্লাস স্পেসিফিকেশন

মডেলTVS Metro Plus
দাম১,২৪,০০০ টাকা
ইঞ্জিনAir cooled, 4 stroke, SI engine
সিসি১১০ সিসি
টপ স্পিড১০০ কিমি
মাইলেজ৫৫ কিলো/লি
ওজন১০৯ কেজি

টিভিএস মেট্রো প্লাস ডিটেইলস

টিভিএস মেট্রো প্লাস বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন এয়ার কুলেট ৪ এস আই ইঞ্জিন। এই ইঞ্জিনটি অত্যন্ত অসাধারণ এবং গতি সমৃদ্ধ একটি ইঞ্জিন। টি ভি এস কোম্পানি বরাবরের মতোই এইবাইকে অসাধারণ ইঞ্জিন দেওয়ার চেষ্টা করেছে। ইঞ্জিনটি যেমন অসাধারণ তেমনই ১১০ সিসির। মাত্র ১১০ সিসি বলে চিন্তা করেন না যে বাইকটির হয়তোবা টপ স্পিড উঠবে না।

এই বাইকটি সর্বোচ্চ 100 km প্রতি ঘন্টায় টপ স্পিড উঠেছে। তাছাড়া বাইকটি ৫৫ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দিতে পারে। যাদের অসাধারণ ইঞ্জিন কোয়ালিটি এবং মাইলেজ ওয়ালা বাইকের প্রয়োজন রয়েছে তারা চাইলে টিভিএস মেট্রো প্লাস বাইকটি দেখতে পারেন। তাছাড়া বাইক কি মাত্র ১০৯ কেজির ওজন, যার ফলে যে কেউ সহজেই বাইকটি বহন করতে পারে।

অত ধরুন অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাও ভুলক্রমে, এবং গাড়িটি পড়ে গেছে সেক্ষেত্রে আপনি গাড়ি সহজেই তুলতে পারবেন। এটা হয়তোবা সব সময় হবেনা তবুও বলে রাখা হলো। কারণ ভুল বলে কয়ে আসেনা এবং যেকোনো সময় এ ধরনের দুর্ঘটনা করতেই পারে। তবুও সাবধানে গাড়ি চালাবেন যাতে করে সঠিকভাবে সকল আইন মেনে চলা হয় এবং গতিসীমা অতিরিক্ত ঠিক নয়।

টিভিএস মেট্রো প্লাস রিভিউ

বাইকটি সম্পর্কে যদি কিছু বলার থাকে তাহলে বলতে হবে বাইকটিতে যেই ইঞ্জিনটি রয়েছে সেই ইঞ্জিনটি অত্যন্ত অসাধারণ। একদম লো বাজেটের বাইকে টি ভি এস কোম্পানি এ ধরনের একটি অসাধারণ ইঞ্জিন ব্যবহার করবে সে বিষয়টি নিয়ে কেউ কল্পনাও করতে পারে না। তাছাড়া বাইকের মধ্যে থাকছে ১১০ সিসি ইঞ্জিন যার ফলে সহজেই আপনি যেকোন দূরবর্তী স্থানে দ্রুত সময়ের মধ্যে পৌঁছাতে পারবেন। এছাড়াও ৫৫ কিলোমিটার যেহেতু প্রতি লিটারে মাইলেজ দিবে তাই আপনি এক লিটার তেল কিনে সহজেই আপনার আশেপাশের বহু দূরবর্তী যে কোন জায়গাতে যেতে পারবেন।

আমাদের শেষ কথা

আশা করছি আমাদের আজকের আর্টিকেলটি পড়ার পরে টিভিএস মেট্রো প্লাস এর দাম কত সে সম্বন্ধে আপনি জানতে পেরেছেন। আপনার বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই আর্টিকেলটি শেয়ার করুন যাতে তারাও কম দামের মধ্যে একটি ভালো বাইকের মূল্য জেনে নিতে পারে। এই ধরনের বিভিন্ন বাইকের আপডেট বাজার মূল্য গুলো সম্পর্কে জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

Leave a Comment