WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সিএফ মোটো ১২৫ এনকে দাম কত ২০২৫ | Cf Moto 125 NK Price In Bangladesh 2025

সিএফ মোটো ১২৫ এনকে দাম কত: বর্তমান সময়ে দেশের বাজারে নতুন নতুন কোম্পানির বড় বড় সেগমেন্টের বাইকগুলো লঞ্চ করা হচ্ছে। ঠিক তেমনিভাবে সি এফ মোটো বাংলাদেশে তাদের নতুন একটি বাইক নিয়ে চলে এসেছেে। আজকে আর্টিকেলটিতে আপনাদের সাথে আলোচনা করা হবে সিএফ মোটো ১২৫ এনকে দাম কত সে সম্পর্কে বিস্তারিতভাবে। তাই যারা ১২৫ সিসি সেগমেন্টের একটি অসাধারণ স্পোর্টস লুকিং বাইক খুঁজছেন তাদের জন্য এই বাইকটি হতে পারে সেরা। তাই পুরো আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে নিন এবং বাইকটি ক্রয় করবেন কি করবেন না তার বিবেচনা করুন।

সিএফ মোটো ১২৫ এনকে দাম কত

সিএফ মোটো ১২৫ এনকে দাম বর্তমানে দেশের বাজারে ১,৯৯,০০০ টাকা। বাইকটির মূল্য ১২৫ সিসি সেগমেন্ট হিসেবে তুলনা করলে একটু বেশিই লাগে। কিন্তু বাইকটি অত্যন্ত অসাধারণ পারফরম্যান্স দিবে। এবং বাংলাদেশের প্রায় নামিদামি বেশ কিছু কোম্পানির ১৫০ সিসির বাইকের সাথে এটি কম্পেয়ার করা সম্ভব। তাছাড়া বাইকের স্পোর্টস লুকিং হচ্ছে সবচাইতে বেশি অসাধারণ। আর মাত্র ২ লক্ষ টাকার মধ্যে দেশের বাজারে এরকম একটি স্পোর্টস বাইক খুঁজে পাওয়া খুবই কঠিন। বলতে পারেন 4v একটি নতুন কম্পিডিটর হতে পারে বাইকটি। কিন্তু বাইকটি কখনোই টানাটানির ক্ষেত্রে বেটার আপনাকে দিবে না। কারণ ভাই কি সর্বোচ্চ গতিসীমা মাত্র 110 কিলোমিটার প্রতি ঘন্টায়।

Read Also:

সিএফ মোটো ১২৫ এনকে স্পেসিফিকেশন

মডেলCFMOTO 125NK
দাম১,৯৯,০০০ টাকা
ইঞ্জিনSingle cylinder, liquid cooled, DOHC, 4 valves
সিসি১২৫ সিসি
টপ স্পিড১১০ কিমি
মাইলেজ৪৫ কিলো/লি
ওজন১৪২ কেজি

সিএফ মোটো ১২৫ এনকে ডিটেইলস

যদি আপনার ২০২৫ সালে এসে একটি স্পোর্টস বাইকের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনার জন্য হতে পারে সিএফ মটো কোম্পানির এই ১২৫ সিসি সেগমেন্টের বাইকটি সবচাইতে সেরা। কারণ বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি অসাধারণ পারফরমেন্স যুক্ত ইঞ্জিন যেটি লিকুইড কুলিং সিস্টেম তারা তৈরি করা হয়েছে। ভাইকে সর্বোচ্চ গতিসীমা ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায়। তাছাড়া কোম্পানি ক্লেইম করছে তারা ৪৫ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দিবে। যার ফলে রাইডিং এক্সপেরিয়েন্স খুবই ভালো পাওয়া যাবে আমি আশা করছি বাইকটি থেকে। তাছাড়া বিশাল দেহ বিশিষ্ট গাড়িটির ওজন ১৪২ কেজি। তাই অবশ্যই গাড়িটি অনেক বেশি ভারী এবং সকলের জন্য নয়। কিন্তু সেটিং পজিশন মোটামুটি ভালো থাকার কারণে যে কেউ গাড়িটি খুব সহজেই চালাতে পারবে।

আমাদের শেষ কথা

আশা করি আমাদের আজকের আর্টিকেলটি পড়ার পরে আপনি খুব সহজেই জানতে পেরে গেলেন সিএফ মোটো ১২৫ এনকে দাম কত সে সম্পর্কে। তাই বাইকটি নিয়ে যদি কোন ধরনের কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। তাছাড়া আপনার কাছে বাইকটি কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Leave a Comment