WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেটিএম বাইক এর দাম কত ২০২৫

কেটিএম বাইক এর দাম কত: বর্তমান সময়ে স্পোর্টস বাইক গুলোর দিকে তাকালে বাংলাদেশের প্রেক্ষাপটে কেটিএম কোম্পানির সবগুলো বাইকিং অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির এবং অত্যন্ত প্রিমিয়াম সেগমেন্টের। যার ফলে যে কেউ খুব সহজেই বাইকগুলো দেখে বাইকগুলোর প্রেমে পড়ে যেতে পারে এবং এই বাইকগুলো কেনার কথা চিন্তা করতে পারে। তবে দেশের বাজারে মাত্র হাতে গোনা বেশ কয়েকটি মডেলের কেটিএম কোম্পানির বাইক গুলো পাওয়া যায়। আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কেটিএম বাইক এর দাম কত ২০২৫ সে সম্পর্কে বিস্তারিতভাবে।

কেটিএম বাইক এর দাম কত ২০২৫

বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে কেটিএম বাইক এর দাম শুরু হয়েছে ৩,০০,০০০ টাকা থেকে। এবং সর্বোচ্চ ৬,৫০,০০০ হাজার টাকা পর্যন্ত কেটিএম কোম্পানির বেশ কয়েকটি মডেলের বাইক দেশের বাজারে পাওয়া যাচ্ছে। তবে যারা মূলত যে রকম বাজেটের কেটিএম বাইক ক্রয় করতে চাচ্ছেন তারা সেরকম বাজেটের কেটিএম বাইক গুলো ক্রয় করতে পারেন। যেহেতু বাইকগুলোর সবগুলোই পারফরম্যান্স এবং ডিজাইনের দিক দিয়ে অন্য সকল বাইকের তুলনায় অনেক বেশি এগিয়ে তাই নির্দ্বিধায় ক্রয় করতে পারেন। আর আপনি যদি একটি কেটিএম এর বাইক ক্রয় করেন সে ক্ষেত্রে দেখবেন আপনার এলাকার বা আপনার আশেপাশের অঞ্চলগুলোতে হয়তোবা হাতেগোনা দুই একটি কেটিএম সিরিজের বাইক গুলো দেখতে পাবেন। কারণ বাইকগুলোর পার্টস সহজে বাংলাদেশের বাজারে পাওয়া যায় না যার ফলে কেউ এই বাইকগুলো সহজে কিনতে চায় না। তবে এই বাইকগুলো সম্পূর্ণভাবে এক ধরনের স্পোর্টস বাইক যার ফলে যারা স্পোর্টস কিংবা রেসিং করতে পছন্দ করে তারা এই বাইকগুলো কিনতে পারে।

Read Also:

কেটিএম বাইক এর দাম তালিকা

কেটিএম বাইক এর মডেলদাম কত
KTM Duke 125৩,৭০,০০০ টাকা
KTM RC 125 2022৩,৭০,০০০ টাকা
KTM Duke 125 Indian৩,০০,০০০ টাকা
ktm duke 390৬,৫০,০০০ টাকা
KTM RC 390৬,৫০,০০০ টাকা

কেটিএম বাইক এর রিভিউ

স্পোর্টস সেগমেন্টের ভিতর বর্তমান সময় দেশের বাজারে সবচাইতে সেরা বাইকগুলোর মধ্যে কেটিএম কোম্পানির প্রায় অধিকাংশ বাইক রয়েছে। এ বাইক গুলো দেখতে যতটা আকর্ষণীয় ঠিক ততটাই কিন্তু বাইকগুলো অত্যন্ত দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে। কেটিএম কোম্পানির ১২৫ সিসির বাইক পর্যন্ত r15 কে টক্কর দিতে পারে সহজেই। তাই আপনার যদি ktm কোম্পানির একটি বাইক কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি ক্রয় করার কথা চিন্তা করতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখতে হবে এই কোম্পানির বাইক ক্রয় করলে যেকোনো পার্টস প্রয়োজন হলে ইন্ডিয়া থেকে অর্ডার করে আনতে হবে।

আমাদের শেষ কথা

আশা করি আমাদের আজকের আর্টিকেলটি পড়ার পরে আপনি জানতে পেরেছেন কেটিএম বাইক এর দাম কত সে সম্পর্কে বিস্তারিত। আর কেটিএম কোম্পানির কোন বাইক কি আপনার কাছে সবচেয়ে সেরা লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিতভাবে যেকোনো বাইকে সঠিক মূল্য এবং যেকোনো বাইকের প্রয়োজনীয় তথ্যাবলী জানতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকুন।

Leave a Comment